বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বান্দরবান সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিম্মোক্ত পদ গুলোতে নিয়োগ দিবে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
১। সহকারী শিক্ষক (রসায়ন)
বাংলা ভার্সন, পদ সং্খ্যা- ০১
২। সহকারী শিক্ষক (পদার্থ)
বাংলা ভার্সন, পদ সং্খ্যা- ১
৩। সহকারী শিক্ষক (বাংলা)
বাংলা ভার্সন, পদ সং্খ্যা- ০১
৪। সহকারী শিক্ষক (গণিত)
ইংরেজি ভার্সন, পদ সং্খ্যা- ১
৫। সহকারী শিক্ষক (ইংরেজি)- প্রাথমিক শাখা
বাংলা ভার্সন, পদ সং্খ্যা:- ১
৬। সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
ইংরেজি ভার্সন, পদ সং্খ্যা: ০১
৭। সহকারী শিক্ষক- খণ্ডকালীন (ইংরেজি)
বাংলা ভার্সন, পদ সং্খ্যা - ০১
৮। সহকারী শিক্ষক- খণ্ডকালীন
ইংরেজি ভার্সন, পদ সং্খ্যা:- ০১
৯। গার্ড- খণ্ডকালীন, পদ সং্খ্যা- ০১
১। স্থায়ী নিয়োগ: স্থায়ী পদসমূহে নির্বাচিতদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, পাহাড়ি ভাতা, উৎসাহ ভাতা, চিকিৎসা ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।
২। খণ্ডকালীন নিয়োগ: খণ্ডকালীন পদসমূহে নির্বাচিতদেরকে মূল বেতন এবং বিধি অনুযায়ী উৎসব ভাতা ও ২০% নববর্ষ ভাতা প্রদান করা হবে, তবে অন্যান্য সুবিধা/ভাতাদি প্রাপ্য হবেন না।
আবেদন ও পরীক্ষা:
১। আগ্রহী প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, মোবাইল নম্বরসহ যে কোনো তফসিলী ব্যাংকের অনুকূলে ১নং থেকে ৮নং পদের জন্য ৭০০/- (সাতশত) টাকার এবং ৯নং পদের জন্য ৫০০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ অধ্যক্ষ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর আগামী ২২ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
২। আগামী ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় লিখিত পরীক্ষা এবং ০৩:০০ ঘটিকায় ডেমোস্ট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
অধ্যক্ষ
সূত্র: দৈনিক ইত্তেফাক (২৭/১২/২০২৪)
0 মন্তব্যসমূহ