চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর রাজস্বখাতের আওতায় নিম্নোক্ত শূন্য পদ সমূহে নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশী যোগ্য নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফরমে এবং শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করা হয়েছে।
প্রতিটি পদে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নিয়োগ সম্পর্কিত যাবতীয় শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে (www.cmu.edu.bd) অথবা অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক/সংস্থাপন শাখা হতে সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে স্বহস্তে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। ১০ গ্রেড এর জন্য ৫০০/-, ১১-১২ গ্রেডের জন্য ৩০০/-, ১৩-১৬ গ্রেডের জন্য ২০০/- এবং ১৭-২০ গ্রেডের জন্য ১০০/-টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ২৯/১২/২০২২ ইং তারিখ বিকাল ০৩ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক/সংস্থাপন শাখায় পৌঁছাতে হবে।
প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। চট্টগ্রাম মেডিকেল
বিশ্ববিদ্যালয়ে কর্মরত চাকুরীজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ সম্পর্কিত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ভুল তথ্য সম্বলিত/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।
0 মন্তব্যসমূহ