চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর রাজস্ব খাতভূক্ত নিন্মোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করা হয়েছে।
অন-লাইনে আবেদন ফরম পূরণের শর্তাবলীঃ
১। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট cpadigital.gov.bd/jobs তে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে;
২। অন-লাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০X৩০০ রেজুলেশনে সর্ব্বোচ্চ ১০০ কিলোবাইটের jpg/jpeg ফরমেটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০X৮০ রেজুলেশনে সর্ব্বোচ্চ ৬০ কিলোবাইটের jpg/jpeg ফরমেটে স্বাক্ষর আপলোড করতে হবে;
৩। অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর pay now অপশনে ক্লিক করে প্রার্থীকে অন লাইনে ফি জমা দিতে হবে। ০১ ও ০২ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ৬০০/- (ছয়শত) টাকা; ০৩ নং ক্রমিকের জন্য ৫০০ (পাঁচশত) টাকা, ০৪ নং ক্রমিকের জন্য ৩০০ (তিনশত) টাকা এবং ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা;
৪। প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে;
৫। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর ওয়েব সাইটের (www.cpa.gov.bd) মাধ্যমে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী জানানো হবে। প্রার্থীগণ cpadigital.gov.bd/jobs ওয়েব সাইটে লগ- ইন করে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোন প্রবেশপত্র/ ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না;
৬। নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন/নির্দেশনা প্রযোজ্য হবে;
৭। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;
৮। অন-লাইনে আবেদন গ্রহণ শুরুর সময়ঃ ৫/১/২০২৫ খ্রিঃ সকাল ১০-০০ টা;
৯। অন-লাইনে আবেদন গ্রহণের শেষ সময়ঃ ৫/২/২০২৫ খ্রিঃ রাত ১২-০০ টা;
১০। অন-লাইনে ফি জমাদানের শেষ তারিখঃ ৬/২/২০২৫ খ্রিঃ।
0 মন্তব্যসমূহ